০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


তালে তেলেসমাতি রান্না বান্না

-

তালের পিঠা

উপকরণ : চালের গুঁড়া আধা কেজি, তালের রস ১ কাপ, গুড় ২৫০ গ্রাম, নারকেল কোরানো ১ কাপ, লবণ এক চিমটি, তেল ভাজার জন্য।
প্রণালী : চালের গুঁড়ার সাথে নারকেল লবণ মেশান। গুড় অল্প পানিতে জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। এই সিরা ঠাণ্ডা করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে পিঠার ব্যাটার তৈরি করুন। রেখে দিন ২-৩ ঘণ্টা। এরপর এই মিশ্রণের সাথে তাল মিশিয়ে দিন। চুলায় তেল গরম করে এই মিশ্রণ থেকে আধা কাপ পরিমাণ ঢেলে পিঠা তৈরি করুন। বাদামি করে ভেজে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন।

তালের লাড্ডু

উপকরণ : গোলানো তাল ৪ কাপ, নারকেল কোরানো ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, চিনি ২ কাপ, সুজি আধা কাপ।

প্রণালী : সুজি ছাড়া বাকি সব উপকরণ এক সাথে হাঁড়িতে নিয়ে জ্বাল দিতে থাকুন। অনবরত নাড়তে হবে। সব উপকরণ এক সাথে মিশিয়ে বেশ আঠালো হয়ে আসবে যখন তখন
সুজি দিয়ে দিন। মিনিট পাঁচেক চুলায় রেখে নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম থাকতেই
লাড্ডুর মতো করে নিন। এই লাড্ডু
কয়েক দিন রেখেও খাওয়া যায়।

তালের পায়েস

উপকরণ : ঘন দুধ ১ লিটার, পোলাওয়ের চাল আধা কাপ, চিনি ১ কাপ, কনডেন্স মিল্ক আধা কাপ, তালের রস ২ কাপ, কিশমিশ, বাদাম পছন্দমতো।
প্রণালী : দুধ চিনিসহ জ্বাল দিতে থাকুন। এর আগে চাল ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পরে পানি ঝরিয়ে নিন। জ্বাল দিয়ে দুধ বেশ কিছুটা ঘন হয়ে এলে এতে চাল দিয়ে নাড়তে থাকুন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে রান্না করুন। প্রয়োজনে অল্প পানিও দিতে পারেন। চাল সেদ্ধ হয়ে গেলে তালের রস ও কনডেন্স মিল্ক দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। ঘন হলে নামিয়ে ওপরে বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিন।

 

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল বাশার ‘এতে মজা আছে নাকি, সবাই একদল আমরা’ অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত নানামুখী চাপে বাংলাদেশের গণমাধ্যম দুর্নীতির দায়ে ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ থমাস বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর : জাতিসঙ্ঘ

সকল