১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যে কারণে হজের সময় কাবার গিলাফ উঁচু করে দেয়া হয়

যে কারণে হজের সময় কাবার গিলাফ উঁচু করে দেয়া হয় - ছবি : সংগৃহীত

কাবাঘরের তাওয়াফ করা নফল নামাজের চেয়েও ফজিলতপূর্ণ ইবাদত। কাবার তাওয়াফ ছাড়া হজ-ওমরাহ শুদ্ধ হয় না। কোনো কোনো হাদিসে পবিত্র কাবাঘরের তাওয়াফকে নামাজের সাথে তুলনা করা হয়েছে।

হজরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সা: বলেছেন, বায়তুল্লাহর চারদিকে তাওয়াফ করা নামাজ আদায়ের অনুরূপ। তবে তোমরা এতে (তাওয়াফকালে) কথা বলতে পারো। সুতরাং তাওয়াফকালে যে ব্যক্তি কথা বলে সে যেন ভালো কথা বলে। (সুনান তিরমিজি, হাদিস : ৯৬০)

অন্য এক হাসিদে এসেছে, হজরত আবদুল্লাহ বিন উমার রা: থেকে বর্ণিত, আমি হজরত রাসূলুল্লাহ সা:-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি বায়তুল্লাহ তাওয়াফ করল এবং দুই রাকাত নামাজ পড়ল, তা একটি ক্রীতদাসকে দাসত্বমুক্ত করার সমতুল্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ২৯৫৬)

উপরোক্ত হাদিস দু’টি দ্বারাই বোঝা যায় যে- কাবা শরিফ মুসলমানদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরো একাধিক হাদিস বর্ণিত রয়েছে। গুরুত্বপূর্ণ সত্ত্বেও পবিত্র এ ঘরকে কেন্দ্র করে অনুষ্ঠিত সবচেয়ে বড় ইবাদত হজের সময় এর গিলাফ উঁচু করে রাখা হয়।

হারাম শরিফের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, হজ আগমনের পূর্বেই এ বছরও পবিত্র কাবা শরিফের গিলাফ নিচ থেকে ৩ মিটার উঁচু করে দেয়া হয়েছে। গিলাফটি ১৫ জিলহজ পর্যন্ত জমিন থেকে ৩ মিটার উঁচুতে থাকবে।

কাবা শরিফের গিলাফ উঁচু করার উদ্দেশ্য হলো, হজের দিনগুলোতে যেকোনো ধরনের ক্ষতি থেকে গিলাফটিকে নিরাপদে রাখা।

অতীতে হজযাত্রীরা কাবার গিলাব স্পর্শ করতেন এবং গিলাফের একটি টুকরো বরকত স্বরূপ কেটে নিজের সাথে নিয়ে যেতেন। এতে গিলাফের ক্ষতি হতো। সেটা যাতে না হয়, সেজন্যই গিলাফ উঁচু করে দেয়া হয়।

-জিও নিউজ ও অন্যান্য ওয়েবসাইট অবলম্বনে ইমাম হুসাইন


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল