রমজান উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি মুফতি মেনকের বিশেষ বার্তা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২৪, ১৭:২০
পবিত্র রমজান উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুফতি ইসমাইল বিন মুসা মেনক। তিনি বলেছেন, রমজান মাসের আর মাত্র ১০ দিন বাকি। আপনারা এর পরিপূর্ণ উপকারিতা হাসিল করুন।
শনিবার ডেইলি জংগ জানায়, সম্প্রতি মুফতি মেনকের সাথে পাকিস্তানি ইনফ্লুয়েন্সার ও অভিনেতা মুমিন সাকিব সাক্ষাৎ করেছেন। সাক্ষাত শেষে সমাজিক যোগাযোগমাধ্যমে সাকিব একটি ভিডিও শেয়ার করেন। সেখানে মুফতি মেনক মুসলিম উম্মাহর প্রতি এ আহ্বান জানান।
জিম্বাবুয়ের নাগরিক এই প্রসিদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব আরো বলেন, রমজান শেষ হতে চলছে। আর ঈদ আসছে। রমজানের মাত্র ১০ দিন বাকি। আপনারা এর পরিপূর্ণ উপকারিতা হাসিল করুন ও বেশি বেশি ইবাদতে কাটান।
একইসাথে মুসলিম উম্মাহকে আপন প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের ব্যাপারে উদ্বুদ্ধ করে মুফতি মেনক বলেন, আপনারা আপনাদের রবের সন্তুষ্টি অর্জন করুন এবং পূর্ণাঙ্গভাবে ঈদ উদযাপন করুন।
তিনি বক্তব্য শেষে গোটা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
সূত্র : ডেইলি জংগ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা