জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২৪, ১৬:১০
জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠেয় হাশেমিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৩১তম আসরে বিচারক হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।
এ উপলক্ষে আজ শুক্রবার মরক্কো থেকে দুবাই হয়ে আম্মানের উদ্দেশে রওনা হবেন তিনি। শায়খ আযহারী ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’র (ইক্বরা) প্রেসিডেন্ট ও ‘মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’র পরিচালক।
আম্মানের হাশেমিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মূল পর্ব আগামী ৩১ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। এতে অন্তত ৫০টি দেশের প্রতিযোগী সরাসরি অংশ নেবেন। এর আগে ১০০টি দেশের প্রতিযোগীদের মধ্যে (অনলাইনে) প্রাথমিক বাছাইয়ের পর ৫০টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছেন।
২০১৭ সালে জর্ডানের এ প্রতিযোগিতায় আহমাদ বিন ইউসুফ আযহারী ইতিহাসে প্রথম বাংলাদেশী বিচারক হিসেবে অংশ নিয়ে সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করেন। তার এই সফরের মাধ্যমে সারা বিশ্বে লাল সবুজের পতাকা আরো একবার সমুন্নত হবে এবং বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।
প্রতিযোগীতা শেষে ক্বারী আহমাদ বিন ইউসুফ আগামী ৮ এপ্রিল দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কিরাতের রূপকার কারী মুহাম্মাদ ইউসুফ রহঃ-এর বড় পুত্র।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা