আল-জীবরান দারুল কোরআন একাডেমির হিফজ সমাপনী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মার্চ ২০২৪, ১৬:৫৫
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আল-জীবরান দারুল কোরআন একাডেমির’ আলোচনা সভা ও হিফজ সমাপনী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে।
হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার স্বনামধন্য এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের রাজধানীর ডেমরা অঞ্চলের উদ্যোগে এ অনুষ্ঠান স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ইনচার্জ মাওলানা মোঃ মাহবুবুরর হমানের উপস্থাপনায়, পরিচালক -মাওলানা মুহাম্মাদ জহির বিন বাশারের পরিচালনায় ও আলহাজ্ব আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পি.এইচ.পি কোরআনের আলো প্রোগ্রামের সেক্রেটারি মুফতি মহিউদ্দিন, বিশিষ্ট লেখক, গবেষক এমদাদুল হক চৌধুরী, জনপ্রিয় অনলাইন টেলিভিশন প্যানভিশন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব মুকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি তাশফিন মাহমুদ রাসেল, মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল-হারুন। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা