২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ জরুরি : শায়খ সুদাইস

শায়খ আব্দুর রহমান আস-সুদাইস - ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব সমাজে ধারাবাহিকভাবে প্রতিফলিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। তিনি বলেছেন, এর ধ্বংস থেকে সমাজকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ আইন জরুরি।

শুক্রবার জুমার নামাজের খুতবায় শায়খ সুদাইস একথা বলেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসিদ্ধ ব্যক্তিদের সম্মোধন করে তিনি বলেন, আপনারা মনে রাখুন যে, প্রসিদ্ধি আল্লাহর পক্ষ থেকে বিরাট পরীক্ষা। এর মধ্যে নানা ক্ষতিকর দিক রয়েছে।

বরং তারকাদের এই প্রসিদ্ধিকে ইসলামের জন্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন আব্দুর রহমান আস সুদাইস। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা এই প্রসিদ্ধিকে ইসলামের জন্য বিনিয়োগ করুন, আল্লাহকে ভয় করুন, মিথ্যা ও অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকুন, ইসলামের সত্য-সুন্দর বিষয়ের প্রতি মানুষকে দাওয়াত দিন, জাতির সেবা করুন এবং দেশের উন্নতির জন্য অবদান রাখুন।

শায়খ সুদাইসের মতে- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসিদ্ধ ও সেলিব্রিটিরা সস্তা প্রসিদ্ধি পেতে অবাককরা সব কর্মকাণ্ড করে থাকেন। তাছাড়া তার দাবি- শিশুদের সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে তাদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা উচিৎ।

সৌদি আরবের প্রভাবশালী এ আলেম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রিটিরা তাদের ব্যক্তিগত নানা বিষয় শেয়ার করেন। এর মাধ্যমে তাদের অনুসারীরাও নিজেদের জীবনকে সেলিব্রিটিদের জীবনের সাথে তুলনা করতে থাকেন এবং একপর্যায়ে অনুসারীরা হতাশায় নিমজ্জিত হন। এ কারণে মনের মধ্যে ঘৃণাসহ নানারকম সমস্যা সৃষ্টি হয়।

এরূপ আরো নানা সমস্যার কথা উল্লেখ করেন শায়খ আব্দুর রহমান আস সুদাইস। তাই সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ আইন ও তা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ জরুরি মনে করেন তিনি।

সূত্র : হারামাইন শারিফাইন


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল