২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাফেজ তাকরিমকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন মাওলানা মিজানুর রহমান আজহারি

হাফেজ তাকরিমকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন মাওলানা মিজানুর রহমান আজহারি - ছবি : সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’র ১৫ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে ধর্মপ্রাণ মানুষের প্রশংসায় ভাসছে বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিম। এবার তাকে শুভেচ্ছা জানালেন বিশ্ষ্টি ইসলামী আলোচক ও প্রখ্যাত দাঈ মাওলানা মিজানুর রহমান আজহারি।

বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেজবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মাওলানা আজহারি এ শুভেচ্ছা জানান।

আরো পড়ুন- আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

ওই পোস্টে তিনি লেখেন, ‘সাবাস তাকরিম! দু’আ ও অভিনন্দন তোমায়।’

মিজানুর রহমান আজহারি আরো লেখেন, ‘ওর তিলাওয়াতে একটা বিশেষ আবেদন আছে। রীতিমত মন ছুঁয়ে যায়। আমার ভালো লাগে খুব।’

আরো পড়ুন- হাফেজে কুরআনের অনন্য মর্যাদা

সুমিষ্টভাষী মাওলানা মিজানুর রহমান আজহারি তাকরিমের প্রতি শুভ কামনা জানিয়ে লেখেন, ‘সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাকরিমরা বেশি বেশি জন্ম নিক এ ভূখন্ডে। ছড়িয়ে দিক কুরআনের সুধা বিশ্বময়। Keep our flag high on global stage’


আরো সংবাদ



premium cement