১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

তাকবিরে তাশরিক

হজের মাস জিলহজের ৯-১৩ তারিখ পর্যন্ত দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয় - ছবি : সংগৃহীত

তাকবিরে তাশরিক হলো—

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

উচ্চারণ :
‘আল্লাহু আকবার আল্লাহু আকবার; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার; ওয়ালিল্লাহিল হামদ্।’

অনুবাদ :
‘আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই; আল্লাহ মহান, আল্লাহ মহান এবং আল্লাহর জন্যই সকল প্রশংসা।’

হজের মাস জিলহজের ৯-১৩ তারিখ পর্যন্ত দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। এ ৫ দিন প্রতি ওয়াক্তের ফরজ নামের পর (মোট ২৩ ওয়াক্ত) তাকবিরে তাশরিক ১ বার পড়া ওয়াজিব বা আবশ্যক আমল।

এ বছর ১৪৪৩ হিজরির জিলহজ মাস হিসেবে আজ ৯ জুলাই শনিবার ফজরের নামাজ থেকে তাকবিরে তাশরিক পড়া শুরু হয়েছে। ১৩ জুলাই বুধবার আসরের নামাজ পর্যন্ত এ তাকবির পড়তে হবে।


আরো সংবাদ



premium cement