কুড়িগ্রামে বন্যা, দুর্ভোগে বানভাসি
- কুড়িগ্রাম প্রতিনিধি
- ১০ জুলাই ২০২৪, ১১:৪৮, আপডেট: ১০ জুলাই ২০২৪, ১১:৫৭
কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি কমতে থাকলেও ব্রহ্মপুত্রের তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বসতবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি ধীর গতিতে নামতে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসিদের। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের তীব্র সঙ্কটে পড়েছে বানভাসিরা।
এ দিকে, জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বন্যার্তদের জন্য জেলা প্রশাসন থেকে ৫৩২ টন চাল, ২২ হাজার শুকনো খাবার প্যাকেট ও ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও তা পর্যাপ্ত নয়।
স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায়, গত ৪৮ ঘণ্টায় ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ব্রহ্মপুত্রের চিলমারী, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা