দুর্বৃত্তদের হামলায় আহত মাদরাসা শিক্ষকের মৃত্যু
- নীলফামারী প্রতিনিধি
- ০৬ জুলাই ২০২৪, ১১:৩৮, আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১১:৪০
নীলফামারীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মাদরাসা শিক্ষক আবুল হোসেন (৫০) মারা গেছেন।
শনিবার ভোর ৫টা ২০ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১ জুলাই ফজরের নামাজ শেষে বাইসাইকেলে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা মাদরাসায় যাচ্ছিলেন আবুল হোসেন। এসময় নীলফামারী-ডোমার সড়কের তরনীবাড়ি গ্রামে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
শিক্ষক আবুল হোসেন অচিনতলা গ্রামের মৃত সবির উদ্দিনের ছেলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা