প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে বজ্রপাতে মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুলাই ২০২৪, ১১:২১
দিনাজপুর সদর উপজেলার পল্লীতে শুক্রবার দিবাগত রাত ১১টায় বজ্রপাতে গজেন্দ্রনাথ রায় (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গজেন্দ্রনাথ রায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনূর দক্ষিণপাড়া গ্রামের রবিন চন্দ্র রয়ের ছেলে।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর দক্ষিণপাড়া মাঠের মধ্য প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ওই ব্যক্তি বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থল থেকে তার পরিবারের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা ডা: মো: সোহাগ হোসেন তাকে প্রাথমিকভাবে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টায় বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এ ধরনের সংবাদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে পুলিশের টহল দল হাসপাতালে যায়। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে বজ্রপাতে মৃত্যু ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃত ব্যক্তির পরিবারের আপত্তি না থাকায়, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ -এর অনুমতিক্রমে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা