কুড়িগ্রামে নালার পানি থেকে লাশ উদ্ধার
- কুড়িগ্রাম প্রতিনিধি
- ২৭ জুন ২০২৪, ১৫:৫১
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের আমিন বাজারের একটি নালার (ক্যানেল) পানিতে ভেসে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে নাগদাহ নালা থেখে এ লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, নালার পানিতে ভেসে থাকা লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পুলিশকে খবরকে দিলে তারা লাশটি উদ্ধার করে।
বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, লাশটি তিন থেকে চার দিন আগের এবং বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে পারে।
নিহত ব্যক্তির পরিচয়সহ তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা