১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিশোরগঞ্জে বোমা সদৃশ বস্তু উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের পার থেকে বোমাটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, তিস্তা ক্যানেলের পারে কিছু শিশু খেলা করছিল। এ সময় তারা মাইন সদৃশ বোমাটি দেখতে পেয়ে এলাকাবাসীদের ডাক দেন। এলাকাবাসী এসে মাইন সদৃশ বোমা দেখে তারা স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই স্থানটি ঘিরে রাখাসহ নিরাপত্তায় পুলিশ পাহারা বসিয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান, বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের পারে মাইন সদৃশ বোমা উদ্ধার করা হয়। স্থানটিকে ঘিরে রাখাসহ নিরাপত্তায় সেখানে পুলিশ অবস্থান করছে। মাইন সদৃশ বোমাটি নিস্ক্রিয় করতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়কার মাইন সদৃশ বোমা।

উল্লেখ্য, এর আগে গত ২২ এপ্রিল একই এলাকা থেকে দু’টি মাইন, একটি মর্টার শেল ও একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো বোম ডিসপোজেবল ইউনিট বিনষ্ট করে।


আরো সংবাদ



premium cement