১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নীলফামারীতে ২৯ বাচ্চাসহ পিটিয়ে মারা হলো রাসেল ভাইপার

নীলফামারীতে ২৯ বাচ্চাসহ পিটিয়ে মারা হলো রাসেল ভাইপার - ছবি : নয়া দিগন্ত

নীলফামারীর জলঢাকায় ২৯টি বাচ্চাসহ বড় আকারের একটি রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী। ।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌজা শৌলমারী আলসিয়ার
এলাকায় এ ঘটনা ঘটে।

কৈমারী ইউনিয়ন পরিষদের সচিব রশিদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন তিস্তা নদীর আলসিয়ার চর বাঁধের একটি গর্তের ওপর রাসেল ভাইপার সাপের বাচ্চাগুলো নড়াচড়া করতে দেখেন। এরপর বাঁধের আশপাশের বাসিন্দাদের খবর দেন। পরে লোকজন জড়ো হয়ে বাঁধের গর্ত কুঁড়ে ২৯টি বাচ্চা ও মা সাপটিকে বের করে পিটিয়ে মেরে মাটি চাপ দেন।

কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাসেল ভাইপার নাকি অন্য সাপ এটি নিশ্চিত হওয়ার আগেই লোকজন মেরে মাটি চাপ দেন।

তিনি আরো বলেন, এই সাপগুলো রাসেল ভাইপার হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো বা তিস্তা নদী দিয়ে এই সাপ ভেসে এসে চরের বাঁধে আশ্রয় নিয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল