বিয়ের অনুষ্ঠানে তরকারি কম দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
- বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ১৮:৩৯
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে তরকারি কম দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে কনের চাচা, চাচাতো ভাই, মামি, বরের চাচা, মামাসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্য দু’জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২১ জুন) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ক্ষুদ্র মাছখুরিয়া গ্রামের খলিলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এক সপ্তাহ আগে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ক্ষুদ্র মাছখুড়িয়া গ্রামের খলিলুর রহমানে ছোট মেয়ের সাথে ঠুমনিয়া দীঘিরপাড় গ্রামের হুমায়ুন কবীরের ছেলে নওসাদ আলীর গত বৃহস্পতিবার (২০ জুন) রাতে বিয়ের অনুষ্ঠানিকতা ছিল। বরকে বরণ করার পর বিয়ের কাবিননামা রেজিস্টেরি সম্পন্ন করে। পরে খাওয়া-দাওয়া পরিবেশনকালে বরযাত্রীকে তরকারি কম দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে বরপক্ষের লোকজন বাশের লাঠি হাতে নিয়ে কনে বাড়ির লোকজনের উপর হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল, চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং অতিথি আপ্যায়নের জন্য রান্না করা খাবার তছনছ করে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে কনের চাচা জয়নাল আবেদীন (৩৮), চাচাতো ভাই গালিব সরকার মীম (১৮), মামি লুৎফা বেগম (৪০), বরের চাচা রাকিব (৪০), মামা তোফাজ্জল হোসেনসহ (৪৫) অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের মধ্য দু’জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
কনে পক্ষের অভিযোগ, হামলাকারী বরপক্ষের লোকজন ভাঙচুরের পাশাপাশি ঘর ও বিয়ের মালামাল লুট করে নিয়ে গেছে।
তবে লুটের কথা অস্বীকার করে তাদের ওপর আগে হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ করে বরপক্ষ।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের আমন্ত্রিত অতিথির চেয়ে বেশি লোকজন চলে আসে। এতে খাবার কম পড়ে। প্রথম একদলের খাওয়ার পর দ্বিতীয় দলের খাওয়ার সময় তরকারি কম দেয়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ঘটে।
স্থানীয় পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাটি জানতে পারে। এরপর ঘটনাস্থল ও হাসপাতালে থাকা আহতদের দেখতে পুলিশের একটি টিম যায়। এ ঘটনায় কনের বাবাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউই থানায় কোনো অভিযোগ দেয়নি। উভয়পক্ষ স্থানীয়ভাবে এ ঘটনা সমাধান করে নেবে।