১২ ঘণ্টার মধ্যে রংপুর মহানগরীর কোরবানি বর্জ্য অপসারণ করা হবে : মেয়র মোস্তফা
- সরকার মাজহারুল মান্নান, রংপুর অফিস
- ১৭ জুন ২০২৪, ১১:০৯
১২ ঘণ্টার মধ্যে রংপুর মহানগরীর কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এজন্য নির্ধারিত স্থানে বর্জ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ মে) রংপুর মডেল মসজিদে ঈদ-উল-আযহার নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। এ সময় সিটি করপোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, দুপুর ২টা থেকে আমরা বর্জ অপসারণ শুরু করবো। রাত ২টার মধ্যেই অপসারণের সকল কাজ শেষ করবো। এজন্য তিনটি জোনে সিটির প্রায় ৭০০ কর্মী এরই মধ্যে কাজ শুরু করেছে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের উদ্যোগ তখন স্বার্থক হবে যদি নগরবাসী নির্ধারিত স্থানে বর্জ্য ফেলেন।
তিনি বলেন, আমি নিজেই এই কার্যক্রমের মনিটরিং করছি। কোথাও কোনো অব্যবস্থাপনা অথবা বর্জ থাকলে সাথে সাথে সরাসরি আমাকে এবং আমাদের সিটির হটলাইনে যোগাযোগ করবেন। নগরবাসী আমাদের সহযোগিতা করবেন বলে আশা করি।
দুপুর ২টায় নগরীর শাপলা চত্বর থেকে বর্জ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করবেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বৈরি আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠের বদলে মডেল মসজিদে। সেখানে সকাল ৮টায় এবং সকাল ৯টায়। এখানে জিএম কাদের, মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দসহ মুসল্লীরা নামাজে অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা