১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগা মাঠ, চলবে বিশেষ দুটি ট্রেন

ঈদের নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগা মাঠ, চলবে বিশেষ দুটি ট্রেন - ছবি : সংগৃহীত

দেশের সর্ববৃহৎ ঈদগা দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগা মাঠে ৩ লাখের বেশি মুসল্লি একসাথে ঈদুল আজহার নামাজ আদায় করবেন বলে আশা করছেন আয়োজকরা। এজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি নামাজিদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করবে ২টি বিশেষ ট্রেন। সকাল সাড়ে ৮টায় একমাত্র প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, রংপুরের র‍্যাব-১৩ এর ব্যাটালিয়ন কমান্ডার কামরুল হাসান, উপ-অধিনায়ক মেজর এইচ এম ওমর ফারুক, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

হুইপ ইকবালুর রহিম বলেন, গেল ঈদুল ফিতরে এক সাথে ৫ লাখের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছিল। এবার পশু কুরবানির কারণে নামাজির সংখ্যা কিছুটা কম হলেও বিপুল সংখ্যক মুসল্লি নামাজে অংশ গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, ‘নামাজে অংশগ্রহণের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছেন। এর একটি পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সুলতানপুর, সেতাবগঞ্জ, মঙ্গলপুর হয়ে দ্বিতীয় ট্রেনটি পাবর্তীপুর থেকে ছেড়ে মন্মথপুর কাউগাঁ চিরিরবন্দর হয়ে দিনাজপুর স্টেশন পর্যন্ত নামাজিদের বহন করে আনবে আবার নিজ নিজ স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে।’

মেজর এইচ এম ওমর ফারুক বলেন, রংপুর বিভাগের ঐতিহ্য ২৩ একরের ঐতিহ্যবাহী বিশাল ঈদগা মাঠের নিরাপত্তায় মাঝ মাঠে ওয়াচ টাওয়ার, র‍্যাব, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে পুরো এলাকা।

তিনি আরো বলেন, কোনো নাশকতার আশঙ্কা করছেন না তারা। সার্বিক পরিস্থিতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় থাকবে অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিমসহ পুলিশ কন্ট্রোল রুমের সদস্যরা।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল