১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিমলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

ডিমলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার - নয়া দিগন্ত

নীলফামারীর ডিমলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি মো: মমিনুর রহমানকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

রোববার (৯ জুন) বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।

গ্রেফতার মমিনুর রহমান উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার (১৭ মে) দুপুর ১২টার দিকে টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া গ্রামের মাস্টারপাড়ার মমিনুর রহমান স্থানীয় আট বছর বয়সী এক শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শয়ন কক্ষে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকার সুবাদে শয়ন যৌন নিপীড়ন করেন তাকে। যৌন নিপীড়নের কারণে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে গিয়ে সমস্ত ঘটনা তার মাকে জানায়। শিশুটিকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। শিশুটি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন ছিল।

তিনি আরো জানান, এ ঘটনার পর পরই আসামি পালাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিসি-২ ও র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদরের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পালাতক আসামি মো: মমিনুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement

সকল