১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বালিয়াডাঙ্গীতে নকল সোনা বিক্রি করতে এসে নারী আটক

বালিয়াডাঙ্গীতে নকল সোনা বিক্রি করতে এসে নারী আটক - ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহীড়ি হাটের অপু জুয়েলার্সে নকল সোনা বিক্রি করতে এসে আটক হয়েছেন নাজমা বেগম (৪২) নামের দুই সন্তানের মা এক নারী।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার দিকে আপু জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে।

ওই নারী নাাম নাজমা বেগম এবং যশোর জেলার কিশবপুর থানার যাতপুর চাচড়া খামারপাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

আপু জুয়েলার্সের স্বত্বাধিকারী নন্দ কুমার বনিক জানান, দুপুরে এক নারী আমার জুয়েলারী দোকানে নাজমা নামে এক মহিলা একটি সোনার আংটি বিক্রি করতে আসেন। এ সময় ওই সোনার আংটিটি আমার সন্দেহ হয়। পরে কষ্টি পাথরে যাচাই করে নকল সোনা ধরা পরে।

বালিয়াডাঙ্গী থানার পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম-ঠিকানা বলেন।

তিনি আরো বলেন, আমাকে রেখে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় অবস্থান করে।

পরে পুলিশ স্থানীয় চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বাবুর উপস্থিতিতে ওই নারীকে নিজ জিম্মায় ছেড়ে দেন।

এই ঘটনায় লাহিড়ী বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আটক হওয়া নারীর নাম ও পরিচয় সঠিক কিনা তা জানা যায়নি।


আরো সংবাদ



premium cement