৩০ মণ ওজনের সম্রাটের দাম ১৫ লাখ
- আফছার আলী খান, চিরিরবন্দর (দিনাজপুর)
- ০৫ জুন ২০২৪, ১৮:২৫, আপডেট: ০৫ জুন ২০২৪, ১৮:২৯
আসন্ন ঈদুল আজহার জন্য প্রস্তুত রয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের ‘সম্রাট’। সাদা-কালো ছিট রঙের সুঠাম দেহের ষাঁড়টির দৈর্ঘ্য নয় ফুট ও উচ্চতা ছয় ফুট। ওজন ৩০ থেকে ৩১ মণ। ষাঁড়টির মালিকের আশা, সম্রাটকে ১৫ লাখ টাকায় বিক্রি করবেন।
দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে গরুটি লালন-পালন করছেন চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের ডাঙ্গাপাড়ার মো: আনিসুল হক।
তিনি জানান, ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় ‘সম্রাট’। হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টিকে লালন-পালন করেছেন তিনি। নাম রেখেছেন ‘সম্রাট’। বিশাল আকৃতির ষাঁড়টি দেখার জন্য প্রতিদিন মানুষ ভিড় করছে তার বাড়িতে।
তিনি আরো জানান, ষাঁড়টি বাড়ি থেকে বের করতে চার-পাঁচজন মানুষকে সামলাতে হয়। হাটে আনা-নেয়া করা কষ্টকর। তাই বাড়ি থেকেই সম্রাটকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে।
আনিসুল হকের দাবি, এ পর্যন্ত সম্রাটকে লালন-পালন করতে সাত-আট লাখ টাকা খরচ হয়েছে এবং উপজেলায় তার গরুটিই সবচেয়ে বড়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা