১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

রংপুরের গঙ্গাচড়ায় ব্রমোত্তর বালাপাড়া এলাকার নিজ বাসা থেকে শুকতারা (৩৫ ) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মে) বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা স্বামী তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহত নারীর নাম শুকতারা বেগম (৩৫)। তার স্বামীর নাম রাহাত হোসেন বল্টু (৪৫)।

ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসোঈন মোহাম্মদ রায়হান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে আলমবিদিতর ইউনিয়নের ব্রমোত্তর বালাপাড়া নিজ বাড়ি থেকে আমরা এক গৃহবধূর লাশ উদ্ধার করি। লাশটি গলাকাটা ছিল। তার নাম শুকতারা বেগম (৩৫)। তার স্বামীর নাম রাহাত হোসেন বল্টু (৪৫)। ঘটনাস্থলে আলামত জব্দ এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ বিকেলে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, স্বামী বল্টু রাতেই পালিয়ে গেছেন। তাদের একটি অপুর্ব নামের ছেলে সন্তান আছে। সে নবম শ্রেণির ছাত্র। সোমবার অপুর্ব তার দাদি মেরিনার সাথে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। কেন তাকে এভাবে হত্যা করা হলো ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর তা জানা যাবে। আমরা তার স্বামীকে খুঁজছি।

নিহতের পরিবার জানিয়েছেন, ২০ বছর আগে দিনাজপুরে পার্বতীপুর উপজেলার শুকতারাকে বিয়ে করেন বল্টু। বল্টুর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আছে। শুধু তাই নয় মাদকের টাকার জন্য নিজের মাকেও নানাভাবে অত্যাচার করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।


আরো সংবাদ



premium cement