বাজেটে রংপুর অঞ্চলে সবজি হিমাগার স্থাপনে বিশেষ বরাদ্দের দাবি চাষিদের
- সিনিয়র করেসপনডেন্ট, রংপুর
- ০১ জুন ২০২৪, ১৪:৪১
আসন্ন বাজেটে আলুসহ সবজি সংরক্ষণ হিমাগার এবং কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণের জন্য রংপুর অঞ্চলের বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে কৃষক সংগ্রাম পরিষদ।
শনিবার বেলা ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সবজি চাষি ও ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্দি নাগের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ-সম্পাদক রেদওয়ান ফেরদৌস, সদস্য শফিকুল ইসলাম, সানজিদা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আলুর হিমাগার থাকলেও সবজি সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই এই অঞ্চলে। সে কারণে সবজির ন্যায্যমূল্য থেকে একদিকে বঞ্চিত হচ্ছেন কৃষক। অন্যদিকে, ক্ষতির মুখে পড়ছেন ভোক্তা। মধ্যস্বত্বভোগিরা হচ্ছে লাভবান। এজন্য এই বাজেটে রংপুর অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে এ ধরনের হিমাগার নির্মাণ করা হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা