গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, হেলপার নিহত
- গাইবান্ধা প্রতিনিধি
- ২৬ মে ২০২৪, ১২:৫৭
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন মিয়া (৪০) নিহত হয়েছেন।
রোববার সকালে পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া (ডাকঘর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, রোববার সকালে গাইবান্ধা থেকে অরিন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিলো। বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন মিয়া মারা যান। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি।
পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমিরুজ্জামান নয়া দিগন্তকে জানান, ‘দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহত হেলপারের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা