১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদরাসাছাত্র মারা গেছে।

শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ছাত্রের নাম খাইরুল বাদশা (১১)। সে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে পাগলারহাট হিফজুল কোরআন নূরানী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

পাগলারহাট হিফজুল কোরআন নূরানী মাদরাসার শিক্ষক বজলুর রহমান বলেন, খাইরুল বাদশা মাদরাসার অনাবাসিক ছাত্র। শুক্রবার দুপুরের দিকে সে মাদরাসার পাশের পুকুরে গোসল করতে গিয়েছিল। সে জুমার নামাজ পড়তে আসেনি এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজি একপর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement