হিলি স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে ভারতের মরিচের আমদানি
- হিলি (দিনাজপুর) সংবাদদাতা
- ২৩ মে ২০২৪, ১৯:১৩
দীর্ঘ ছয় মাস পরপর হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে ভারতের কাঁচা মরিচের আমদানি।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ভারত থেকে কাঁচামরিচ বোঝায় একটি ট্রাক বন্দরে প্রবশের মধ্য দিয়ে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হয়।
হিলির আশা বাণিজ্যালয় নামের একজন আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কানপুর থেকে প্রায় ১০ টন কাঁচামরিচ দেশে আমদানি করে।
প্রতি টন কাঁচামরিচ ২০০ মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করা হলেও কাস্টমসে এর শুল্কায়ণ মূল্য ধরা হয়েছে ৫০০ মার্কিন ডলারে। ফলে প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হচ্ছে ৩৪ টাকা হারে।
হিলি উদ্ভিদ সংঘনিরোধ উপ-সহকারী ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছয়জন আমদানি কারক দুই হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র বা আইপি পেয়েছে।
আমদানিকারক হারুন উর রশিদ বলছেন, সম্প্রতি তীব্র দাবদাহ আর অধিক খরায় দেশের কাঁচামরিচ আবাদের ব্যপক ক্ষতি হয়েছে। উৎপাদন কমে যাওয়ায় খোলা বাজারে এর সঙ্কট দেখা দিয়েছে। ফলে পণ্যটির দাম হঠাৎ করে বাড়তে শুরু করেছে।
দেশের বাজারে দাম স্থিতিশিল রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। আমদানি বাড়লে দেশের বাজারে দাম অনেকটাই কমে আসবে বলেও মনে করেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা