১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৈয়দপুরে ছেলেও হলেন চেয়ারম্যান

সৈয়দপুরে ছেলেও হলেন চেয়ারম্যান - নয়া দিগন্ত

সৈয়দপুরে সাবেক এমপি, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান মরহুম আমজাদ হোসেন সরকারের একমাত্র সন্তান রিয়াদ আরফান সরকার রানা জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন সর্বোচ্চ ৩২,৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকারের আনারস মার্কা পেয়েছে ১৮,১৭২ ভোট।

এছাড়াও অন্যান্য প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক রাবি নেতা মোস্তফা ফিরোজ টেলিফোন প্রতীকে পেয়েছেন ৯,১৭৯, জাতীয় পার্টির উপজেলা সভাপতি ঠিকাদার জয়নাল আবেদীন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫,০০৭, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক সাবেক ঢাবী নেতা ফয়সাল দিদার দিপু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১, ৮ ৭৫ এবং সাবেক যুবলীগ নেতা ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহসীন আলী রুবেল হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৭০১ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সানজিদা আক্তার লাকী পদ্মফুল প্রতীকে ৩০,৪ ৮৪ ভোট পেয়ে আবারো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সৈয়দপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আফসার হোসেনের মেয়ে নারী উদ্যোক্তা মোস্তাফিজা হোসেন শিলা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২১,৯৭৭ ভোট আর তৃতীয় হয়েছেন সৈয়দপুর পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর সুমিত্রা কণিকা রাণী। তিনি কলস মার্কায় পেয়েছেন ১২,৭ ৩২ ভোট।

অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসীন মন্ডল মিঠু। তিনি তার চশমা প্রতীকে পেয়েছেন ৩৬,৬ ৩৬ ভোট। দ্বিতীয় হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ সোহাগ সরকার। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৫, ৩ ৯৯ ভোট। আর তৃতীয় অবস্থানে রয়েছেন ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম তালা প্রতীকে পেয়েছছেন ১২,২২৮ ভোট।


আরো সংবাদ



premium cement