মিঠাপুকুরে জাল ভোট দেয়ার সময় ২ জন আটক
- মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
- ২১ মে ২০২৪, ১৪:৫৮
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময় দু’জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার শঠিবাড়ী মহাবিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রুমন মিয়া (২৭) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এমদাদ মিয়ার ছেলে ও রাশেদ মিয়া (২৮) সুলতান মিয়ার ছেলে। তারা শঠিবাড়ী মহাবিদ্যালয় কেন্দ্রে ভোটকক্ষে ঢুকে কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। পরে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, জাল ভোট দেয়ার সময় দু’জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা