ভোটারের খরা উপজেলা নির্বাচনে
- হামিদ সরকার, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে
- ২১ মে ২০২৪, ১০:২৫
ভোটের প্রতি দেশের সাধারণ মানুষের অনীহা ও আস্থাহীনতা দেখা দিয়েছে। ফলে স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনে প্রথম ধাপে যা-ও ভোটার ছিল, চলমান দ্বিতীয় ধাপে ভোটারের খরা। দুই ঘণ্টায় গড়ে ১১টা করে ভোট পড়ায় অলস সময় কাটাচ্ছে নির্বাচনী কর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সরকার পর্যায়ে কোনো নির্বাচনের আমেজ নেই। ইসির প্রত্যাশা ছিল দ্বিতীয় পর্বের ভোটে উপস্থিতি বাড়বে। কিন্তু সে লক্ষণ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জের বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টা পর্যন্ত গড়ে ৯টা করে ভোট পড়েছে। কোনো কোনো বুথে ৪টা আবার কোনো বুথে ২২টা।
পারগয়ড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ঘণ্টায় সর্বনিম্ন ৪টা এবং সর্বোচ্চ ৯টা ভোট পড়েছে।
গুমানিগঞ্জের বিভিন্ন কেন্দ্রের মধ্যে চাঁদপুর আরেফিয়া স্কুল, পারগয়ড়া সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের এলাকার সাধারণ মানুষের সাথে কথা হলে তারা বলেন, বিএনপি অধ্যুষিত এলাকা। যেহেতু তারা নির্বাচনে নাই, তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ি তারা ভোট দিতে আসছে না। ওই দুই কেন্দ্র প্রায় পৌনে তিন হাজার ভোটার।
কর্বত্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা হলে তারা বলেন, আগের মতো ভোটার আসে না। মানুষের ভোটের প্রতি আগ্রহ নেই।
আর বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী অফিসারদের সাথে ভোটার উপস্থিতি নিয়ে আলাপকালে তারা জানান, মানুষের আগ্রহ নেই। আগেও নির্বাচন দেখেছি এমন পরিস্থিতি কখনো দেখিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা