১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রংপুর খামারিদের মানববন্ধন

রংপুর খামারিদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলীর বিরুদ্ধে আনিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিকে মিথ্যা দাবি করে প্রতিবাদ সভা করেছে খামারিরা।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নগরীর খামার মোড়ে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে মানববন্ধনে অংশ নেন কয়েকশ খামারি। বক্তব্য রাখেন খামারি মনছুর রহমান, উৎপল কুমার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এলডিডিপির আওতাধীন পিজি গ্রুপের তত্ত্বাবধানে রংপুর ডেইরি ফার্মার্স এসোসিয়েশনে সাধারণ খামারিরা অন্তর্ভুক্ত থাকলেও তাদের বরাদ্দ বিভিন্ন সময়ে লুটপাট করা হয়। কিন্তু ডা. মো: রহমত আলী, রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে সাধারণ খামারিদের সাথে কথা বলে খামার পরিদর্শন করে তাদের সরকারি সহযোগিতা করতেন। এতে উপকৃত হন সাধারণ খামারিসহ প্রান্তিক খামারিরা। এতে ক্ষিপ্ত হন রংপুর ডেইরি ফার্মার্স এসোসিয়েশন (আরডিএফএ) সভাপতি মো: লতিফুর রহমান মিলন এবং সাধারণ সম্পাদক মো: আসিফ। তারাই প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রডিউসার গ্রুপের স্কিল ডেভলোপমেন্টের প্রশিক্ষণের টাকা আত্মসাতসহ নয়টি অভিযোগ তুলেছেন।

বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রংপুর ডেইরি ফার্মার্স এসোসিয়েশন (আরডিএফএ) সভাপতি মো: লতিফুর রহমান মিলন জানান, আমরা লুটপাটের সাথি জড়িত নই। বর্তমান প্রাণিসম্পদ কর্মকর্তাই প্রশিক্ষণের টাকা আত্মসাত করেছেন। এজন্য খামারিরা সংবাদ সম্মেলন করেছেন। বিষয়টি তদন্ত হওয়া দরকার।

এসব ব্যপারে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী জানান, কারো কারো স্বার্থে আঘাত লাগায় আমার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন, যার কোনো ভিত্তি নেই। অনেকে ব্যক্তিগত সুবিধা না পেয়ে এ ধরণের অপপ্রচার চালাচ্ছেন।


আরো সংবাদ



premium cement
বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর

সকল