পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ মে ২০২৪, ২২:০৭
পঞ্চগড়ের খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি জিরো লাইন সীমান্ত দিয়ে লাশ দুটি ভারতের ফাঁসিদেওয়া থানা পুলিশ বাংলাদেশের তেতুঁলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তা, নিহত দুই বাংলাদেশীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশী যুবকের লাশ ফেরত দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মে রাতে পঞ্চগড়ের খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের ফকিরপাড়া ক্যাম্পের টহলদলের গুলিতে এই দুই বাংলাদেশী নিহত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা