১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভূরুঙ্গামারীতে ভটভটিতে উঠতে গিয়ে শিশু নিহত

- ছবি : প্রতীকী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটিতে লাফিয়ে উঠতে গিয়ে বিপুল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিশু বিপুল ওই এলাকার পাভেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে একটি ভটভটি বিপুলের বাড়ির পাশের সড়ক দিয়ে যাচ্ছিল। খেলার ছলে সে লাফিয়ে ওই ভটভটিতে ওঠার চেষ্টা করে। এ সময় ভটভটি থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে বিপুল মারা যায়।

ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার তৌহিদুর রহমান বলেন, শিশুটিকে যখন জরুরী বিভাগে আনা হয় তখন তার বাম কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।


আরো সংবাদ



premium cement