১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেবীগঞ্জে হিট স্ট্রোকে প্রাইভেটকার চালকের মৃত্যু

মৃত আহসান আলী ওরফে হাসান - ছবি : নয়া দিগন্ত

দেবীগঞ্জে হিট স্ট্রোকে আহসান আলী ওরফে হাসান (৪০) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন আহসান আলী। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

হিট স্ট্রোকে মারা যাওয়া আহসান আলী উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকার মরহুম হাসেম আলীর ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের মেসার্স সাবু টেডার্স নামক একটি প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ বাজার-সংলগ্ন সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে প্রাইভেট কার ধোয়ার জন্য নিয়ে যান আহসান আলী। সেখানে গাড়ি ধুচ্ছিলেন এবং মুঠোফোনে কথা বলতেছিলেন তিনি। হঠাৎ করে অসুস্থ বোধ করেলে পাশে থাকা লোকজনকে তাকে ধরতে বলে মাটিয়ে লুটিয়ে পড়েন আহসান আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে ব্যার্থ হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় তার।

হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া সালেহা মৌ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।’

পরিবারের বরাত দিয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আহসান আলী নামে এক ড্রাইভার হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আজকে সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।’


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল