গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ২৩ এপ্রিল ২০২৪, ২০:১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় মঞ্জিলা বেগম (২৮) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কোমরপুর দুর্গাপুর বৈঠাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার দুর্গাপুর গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৈঠাখালি এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পারাপার হচ্ছিলেন মঞ্জিলা। এ সময় রাস্তার অন্যপাশ থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি আটক করা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা