২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩০, ২০ মহররম ১৪৪৬
`

নীলফামারীতে দরিদ্র শিক্ষার্থীকে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করল উপজেলা প্রেসক্লাব

নীলফামারীতে দরিদ্র শিক্ষার্থীকে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করল উপজেলা প্রেসক্লাব - নয়া দিগন্ত

দরিদ্র ও মেধাবী এক শিক্ষার্থীর মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রেসক্লাব।

রোববার (২১ এপ্রিল) দুপুরে ওই শিক্ষার্থীর মেডিক্যাল কলেজে ভর্তির অর্থ আনুষ্ঠানিকভাবে তার মায়ের হাতে তুলে দেয়া হয়।

জানা গেছে, শিক্ষার্থী লাজিম হোসেন যখন খুব ছোট তখন তার বাবা ফরিদ হোসেন ক্যান্সারে আক্রান্ত হন। তার বাবার চিকিৎসায় পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। বাবার মৃত্যুর পর লাজিম হোসেনের পড়াশুনা একরকম বন্ধ হওয়ার পথে। তখন তার মামার পরামর্শে মা একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করে ছেলেকে পড়াশুনার হাল ধরেন। ছেলে লাজিম এইচএসসি পাশ করে বিভিন্ন স্থানে ভর্তি পরীক্ষা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেন্টালে ভর্তি সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি করাতে পারছিলেন না তার মা। খবর পেয়ে স্থানীয় প্রেসক্লাব লাজিম হোসেনের ভর্তির সকল দায়িত্ব নেয়।

ভর্তির অর্থ আনুষ্ঠানিকভাবে লাজিম হোসেনের মায়ের হাতে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা), সাধারণ সম্পাদ শামীম হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সহ-সাধারণ সম্পাদক খাদেমুল মোরছালিন শাকির, সাংগঠনিক সম্পাদক সিএসএম তপন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সদস্য মহি উদ্দিন মাফি, শিক্ষক আজাদ হোসেন প্রমুখ।

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রেসক্লাব ওই মেধাবী শিক্ষার্থীর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেয়।


আরো সংবাদ



premium cement