গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ১৪ এপ্রিল ২০২৪, ১৯:১৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রোববার (১৪এপ্রিল) দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের গাইবান্ধা ও বগুড়া জেলা সীমানার কুন্দেরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় সিএনজির এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরো তিনজন। দুর্ঘটনার পরপরই আহতদের বগুড়া শজিমেক হাসাপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে এবং প্রাইভেট কার ও সিএনজি হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। নিহত নারী যাত্রীর পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা