১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশকে পরাধীন করে রেখেছে : মির্জা ফখরুল

হরিপুরে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি : নয়া দিগন্ত

বর্তমান আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশকে পরাধীন করে রেখেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আকরামকে অন্যায়ভাবে নির্যাতন করে পুলিশ কাস্টডিতে হত্যা করা হয়েছে।’

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আকরামের মৃত্যুতে আয়োজিত এক শোকসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের হেফাজতে যখন একজন অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হয় তখন একটি রাষ্ট্রের কি অবস্থা দাঁড়ায়। মানুষ কি ভাববে? মানুষ ভাববে দেশে কোনো আইনের শাসন নাই। এখানে যারা রক্ষক তারাই হয়ে গেছে নির্যাতনকারী ভক্ষক। আজকে আওয়ামী লীগ সরকার এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশকে পরাধীন করে রেখেছে। আমরা নিজ দেশে পরবাসী হয়ে গেছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সত্যিকার অর্থে এই দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। এখন সবকিছু নির্ধারণ করে পুলিশেরা। এখন আর আওয়ামী লীগ নাই, এখন এটা পুলিশ লীগ। পুলিশ বলে কিসের আওয়ামী লীগ, আমরাই তো সরকারকে টিকিয়ে রেখেছি।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমার প্রশ্ন একটাই, আজ পুলিশ কাস্টডিতে কেন যুবদল নেতা আকরামকে প্রাণ দিতে হলো। একজন সুস্থ-সবল যুবককে পুলিশ ধরে নিয়ে গেলো। তিনি জামিনে ছিলেন তার পরেও পুলিশ ধরে নিয়ে গেল। এটা শুধু হরিপুরের ঘটনা নয়, সারা দেশে আজ এমন ঘটনা ঘটছে। আমাদের আন্দোলন চলাকালীন সময়ে ৩০ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ৭০০ থেকে ৮০০ মানুষকে গুম করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ৪০ বছর বয়সী আকরাম হোসেনের। আকরাম হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন। এটিকে পুলিশ অসুস্থাজনিত কারণে মৃত্যু বললেও পুলিশের নির্যাতনেই আকরামের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল