১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হরিপুরে থানা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ

হরিপুরে থানা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ - ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আকরাম আলী (৪০) নামে হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। তবে পুলিশের অভিযোগ দুপুরে আদালতে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থতা হয়ে পড়লে তাকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আসাদুজ্জামান খান তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আকরাম আলী হরিপুর সদর উপজেলার দেহট্র গ্রামের তোয়াব আলীর ছেলে ও হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব।

পুলিশ জানায়, রোববার রাত ৮টার সময় মাদক সেবনের অভিযোগে আকরাম হোসেনসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে আদালতে পাঠানোর সময় আকরাম আলীর অসুস্থতা দেখা দিলে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী ফাতেমা আক্তার সাংবাদিকদের জানান, গত রোববার তারাবির নামাজের সময় পুলিশ তাকেসহ আরো কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত আকরাম আলী দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

জানতে চাইলে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, আকরাম আলীকে মাদক মামলায় গ্রেফতার করা হয়। আদালতে নেয়ার পথে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement