১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিনাজপুরে বৃহত্তর ঈদ জামাতের মুসল্লিদের জন্য চলবে বিশেষ ২ ট্রেন

দিনাজপুরে বৃহত্তর ঈদ জামাতের মুসল্লিদের জন্য চলবে বিশেষ ২ ট্রেন - সংগৃহীত

চলতি বছরের পবিত্র রমজান মাস শেষ পর্যায়। সপ্তাহ খানেক পরই উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতের জন্য পার্শবতী জেলাসহ দেশের দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য দুটি স্পেশাল ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো: আব্দুল জব্বার।

তিনি বলেন, রেলওয়ের বিভাগের মহাপরিচালকের নির্দেশন অনুযায়ী পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার ঈদের জামাতে শরিক হওয়ার জন্য ঈদের দিন এ দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন। ঈদের দিন সকাল ৬টায় পার্বতীপুর থেকে স্পেশাল ১৭ নম্বর ট্রেন ছাড়বে। জামাত শেষে দিনাজপুর স্টেশন থেকে স্পেশাল ১৮ নম্বর ট্রেন ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। স্পেশাল ১৭ ও ১৮ নম্বর ট্রেন জেলার মন্মতপুর, চিরিরবন্দর ও কাওগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিবে।

তিনি আরো জানান, স্পেশাল ১৯ নম্বর ট্রেন ঠাকুরগাঁও স্টেশন থেকে ছাড়বে ভোর ৫টায় এবং জামাত শেষে সকাল ৯টা ৩০ মিনিটে দিনাজপুর স্টেশন থেকে স্পেশাল ২০ নম্বর ট্রেন ছাড়বে। ১৯ ও ২০ নম্বর ট্রেন শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, মঙ্গলপুর ও কাঞ্চন জংশনে যাত্রা বিরতি দেবে।

রেলওয়ে বিভাগের সূত্রটি জানায়, ১৭ ও ১৮ নম্বর ট্রেন কাঞ্চন কমিউটারের রেকে এবং ১৯ ও ২০ নম্বর ট্রেন দোলনচাঁপার রেকে চলবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেন।

দিনাজপুর গোর-এ শহীদ ঈদগাহ মাঠ প্রস্তুতের দায়িত্বে নিয়োজিত দিনাজপুর শহর যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম রমজান জানান, প্রতি বছরের মতো এ বছরও এশিয়ার সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। পাশাপাশি মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে নতুন করে মাটি ভরাট, রং করা, ধোয়ামোছার কাজ শেষ পর্যায়ে রয়েছে। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের ঈদগাহ মাঠ নান্দনিক পরিবেশ গড়ে তোলা হয়েছে। দিনাজপুর শহরে প্রায় ২২ একর আয়তনের গোর-এ-শহিদ বড় ময়দানের ৫২ গম্বুজের ঈদগাহ মিনারের সামনে হবে ঈদের জামাত।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বড় কোনো মিম্বর ছিল না। গত ২০১৫ সালে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম মিনার নির্মাণের পরিকল্পনা ও অর্থায়ন করেন। এরপর গত ২০১৭ সালে এ সর্ববৃহৎ ঈদগাহ মাঠ নির্মাণকাজ শেষ হয়।
বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল