রংপুরে কোচের চাপায় অটোরিকশা বিধ্বস্ত : নিহত ২, আহত ৫
- সরকার মাজহারুল মান্নান, রংপুর অফিস
- ০৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৯, আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:৫১
রংপুর মহানগরীর নব্দীগঞ্জে ঢাকা কোচ এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির জানান, বুধবার (৩ এপ্রিল) রাত ১১টায় রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের নব্দীগঞ্জে নাবিল পরিবহনের ঢাকাগামী কোচ ও কাউনিয়াগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী নাহিদ নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান জয় নামের আরো একজন। আহত চারজনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা