১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

- ছবি : ফাইল

রংপুরের পীরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুর আলম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরো একজন আহত হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার তাম্বুলপুর বাজার সংলগ্ন জলপাইতল এলাকায় শ্রী যাদব চন্দ্র রায়ের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নুর আলম মিয়া উপজেলার ছাওলা ইউনিয়নের ভক্তের বাজার এলাকার কাইয়ূম মুন্সীর ছেলে এবং আহত রফিকুল ইসলাম উপজেলার তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা বাজার থেকে মোটরসাইকেলে করে নুর আলম ও রফিকুল বাড়ি ফিরছিলেন। পথে তাম্বুলপুর বাজার সংলগ্ন জলপাইতল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক নুর আলম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী রফিকুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement