১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ড অচল হয়ে যাওয়া বালিয়াডাঙ্গীর মাসুদের চিকিৎসায় সাহায্যের আবেদন

সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ড অচল হয়ে যাওয়া বালিয়াডাঙ্গীর মাসুদের চিকিৎসায় সাহায্যের আবেদন - নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মেরুদণ্ড অচল হয়ে যায় মাসুদ রানার (৩০)। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলেও পায়ে ভর দিয়ে এখানো চলাচল করতে পারছেন না তিনি। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

মাসুদ রানা বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর কাজিবস্তি গ্রামের মরহুম মহসিন আলীর ছেলে। তিনি একজন ইলেক্টিক টেকনিশিয়ান ও কালমেঘ বাজারের বনিক সমিতির সদস্য।

তার পরিবারের সদস্যরা জানিয়েছে, ইলেক্টিক টেকনিশিয়ান মাসুদ রানার চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় সাত লাখ টাকা ব্যয় বহন করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার মেরুদণ্ড অপারেশন করতে ভারতে যাওয়া প্রয়োজন। এতে তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। কিন্তু এই অর্থ জোগার করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি বা বিত্তবানদের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

দানশীলদের একটু সহযোগিতায় একটি পরিবার আবার সচল হবে বলে জানিয়েছে মাসুদ রানার পরিবারের লোকজন।

ইলেক্টিক টেকনিশিয়ান মাসুদ রানার বলেন, ‘আমার বিকাশ নম্বরে (০১৭৩৭৪১৯১০৩) সবাই একটু একটু সহযোগিতা করলে আমি আবার স্বাভাবিক জীবন ফিরে আসতে পারব বলে আল্লাহর ওপর ভরসা করছি। সবাই আমার দিকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন।’


আরো সংবাদ



premium cement