১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বালিয়াডাঙ্গীতে ১০ বছরের শিশুর সন্ধান মেলেনি

শিশু নুরুন্নবী - ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ১০ বছরের শিশু নুরুন্নবী তার বাবা মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে।

শনিবার (৩০ মার্চ) পর্যন্ত এ শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সে বাড়ি থেকে অভিমানে বের হয়ে যায়।

শিশুটি উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আধারদীঘি বেলহাড়া মিঞাপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে নুরুন্নবী (১০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টায় বাবা মায়ের প্রতি অভিমান করে বাড়ি থেকে বেড় হয়। পরে সে আর বাড়িতে ফেরেনি। শিশু নুরুন্নবী এখন পর্যন্ত বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে। পরিবারের লোকজন সকল সম্ভাব্য জায়গায় খোঁজ নিলেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ শিশুটির পড়নে ছিল আকাশি রঙের পাঞ্জাবি।

কেউ সন্ধান পেলে অনুগ্রহপূর্বক তার বাবা এরশাদ আলীর ০১৭৫০৮৯৬১০২ নম্বরের মোবাইল ফোনে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শিশুটির মা।


আরো সংবাদ



premium cement