গোবিন্দগঞ্জে জমি থেকে ৫ম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ৩০ মার্চ ২০২৪, ১৮:১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি থেকে জিৎ চন্দ্র নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নামাপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র জিৎ চন্দ্র বাদ্যকার স্থানীয় হরিতলা বাজারের সেলুন ব্যবসায়ী ও বাদ্যকার পাড়ার রনজিত কুমারের ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল জিৎ চন্দ্র। জিৎকে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও না পাওয়ায় পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। এরপর শনিবার বিকেলে জমি দেখতে গিয়ে লাশ পরে থাকতে দেখে ওই এলাকার লোকজন চিৎকার শুরু করে। এলাকার লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় দুপুর ১২টার দিকে একই গ্রামের বিশ্ব জিৎ, বিশ্ব নাথ ও বাটালুসহ তিনজনকে জিজ্ঞেসাবাদের জন্য গ্রেফতার করছে পুলিশ। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আলম শাহ, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা