১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘোড়াঘাটে তিন ধরে ঝুলছিল আদিবাসী বৃদ্ধর লাশ

ঘোড়াঘাটে তিন ধরে ঝুলছিল আদিবাসী বৃদ্ধর লাশ - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্বনাথ টুডু (৭৫) নামে এক বয়োবৃদ্ধ আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় লোকজন তার নিজ ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা আনুমানিক তিন দিন আগে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে ওই বৃদ্ধ আত্মহত্যা করতে পারে।

শনিবার (৩০ মার্চ) সকালে নিজ বসতঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বিশ্বনাথ টুডু উপজেলার সিংড়া ইউনিয়নের কোশিগাড়ি এলাকার মৃত রায়া টুডুর ছেলে।

স্থানীয় চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, বিশ্বনাথ একজন মাদকাসক্ত ছিলেন। সারা দিন রাত চোলাই মদ খেয়ে বুঁদ হয়ে থাকতেন। এ কারণে ১০ থেকে ১২ বছর আগে বিশ্বনাথ টুডুর স্ত্রী তাকে ও এক মেয়েকে ফেলে রেখে বাড়ি থেকে চলে যান। পরে তার এক মাত্র মেয়েকেও বিয়ে দিয়ে দেন বিশ্বনাথ টুডু । সেই থেকে বাসায় একাই থাকতেন তিনি। আর এই কারণে ধারণা করা হচ্ছে, পরিবারের অন্য লোকজনের সাথে বনিবনা না হওয়া এবং একাকীত্ব থেকে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement