১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ৯০০ পরিবার পেলো রমজান ফুড প্যাকেজ

- ছবি : নয়া দিগন্ত

রংপুরের পীরগাছায় পবিত্র রমজান উপলক্ষে ৯০০ পরিবারকে রমজান ফুড প্যাকেজ দেয়া হয়।

বুধবার ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে উপজেলার চৌধুরাণীস্থ পাটোয়ারী পাট গুডাম চত্ত্বরে এসব ফুড প্যাকেজ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন, ইসলামিক রিলিফ বাংলাদেশের উপজেলা ব্যবস্থাপক মঞ্জরুল ইসলাম।

এ সময় বিট অফিসার আনিছ, আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, ইউপি সদস্য আফছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার কৈকুড়ী এবং পারুল ইউনিয়নে ৯০০টি পরিবারকে ৪০ কেজি করে চাল, ৫লিটার তেল, ৪ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা, ৩ কেজি চিনি, এক কেজি লবণ ও ৩ কেজি চিড়া প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো: মাহবুবার রহমান বলেন, ‘ইসলামিক রিলিফ বাংলাদেশ ৯০০ পরিবারের পুরো রমজান মাসের খাবার তুলে দিচ্ছে। এটা নি:সন্দেহ একটি ভালো কাজ। যা গোটা পরিবারের মুখে হাঁসি ফোটাতে সহায়তা করবে। ইসলামিক রিলিফের কার্যক্রমে এ উপজেলার কিছু সংখ্যাক পরিবার তাদের পরিজন নিয়ে জীবন-জীবিকার পথ খুঁজে পেয়েছেন।’

ইউএনও নাজমুল হক সুমন বলেন, ‘প্রকৃত গরীব এবং অসহায়দের খুঁজে বের করে তালিকাভুক্ত করা হয়েছে ফুড প্যাকেজ প্রদানের জন্য।’

ইসলামিক রিলিফ বাংলাদেশের উপজেলা ব্যবস্থাপক মঞ্জরুল ইসলাম বলেন, ‘পীরগাছায় দু’টি ইউনিয়নে ৫০০ জন উপকারভোগিকে ৫০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। এছাড়াও গবাদি পশু পালন,গরু মোটা তাজা করুণ, ক্ষুদ্র ব্যবসা ও সদস্যদের মাঝে সবুজ এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও ফুডব্যাংক পরিচালনার জন্য ২৪টি দলে ১২০০ কেজি খাদ্র্য সামগ্রী প্রদান হয়েছে। বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন, শিশু শ্রম প্রতিরোধ এবং মাদকের কুফল, কেভিড-১৯-এর সচেতনতামূলক প্রচার ও প্রচারণা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, নিরাপদ পানি পান ও অন্যান্য বিষয়ে কমিউনিটি পর্যায়ে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এ সংস্থা কাজ করেছেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো: মাহবুবার রহমানের আন্তরিক সহযোগিতায় এইসব ত্রাণ সামগ্রী নিয়ে আসা সম্ভব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। এটি ১৯৮৪ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৪৫টি দেশে এর কার্যক্রম রয়েছে। সুবিধাবঞ্চিত মানুষদের দারিদ্রতা ও কষ্ট লাঘবে সহযোগিতা করছে। এ সংস্থা প্রতিদানের প্রত্যাশা না করে বর্ণ, রাজনৈতিক সংশ্লিষ্টতা, জেন্ডার ও বিশ্বাস এর উর্দ্ধে থেকে সবার জন্য সমভাবে কাজ করে।

উল্লেখ্য, একটি নিবন্ধিত মানবিক সংস্থা হিসেবে নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে কাজ করছে। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূণিঝড় পরবর্তী সময়ে জরুরি ত্রাণ, পুনর্বাসন সহযোগিতার মাধ্যমে ইসলামিক রিলিফ বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে এ সংস্থা মানবিক সহযোগিতার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমেও প্রসারিত করে।

তিনি বলেন, ‘এ সংস্থাটি দবিশ্বব্যাপী এমন একটি আদর্শ সমাজ দেখতে চায়, যেখানে সকল জনগোষ্ঠী হবে ক্ষমতাবান এবং তাদের প্রয়োজনীয় সমস্ত চাহিদা পূরণ হবে ও তারা একে অপরের কষ্ট লাঘব করার জন্য পারস্পরিক সহযোগিতা করবেন।’

তিনি আরো বলেন, ‘এ কার্যক্রম সমন্বিত সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির সাথে তপ্রোতভাবে কাজ করছে। কার্যক্রমে অংশগ্রহণকারীদের সমস্যা চিহ্ণিত করার পাশাপাশি সমাধানেও ভূমিকা রাখছেন। ফলশ্রুতিতে বিভিন্ন কার্যক্রম থেকে একে অন্যের সাথে আন্ত:সম্পর্কিত। এ কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন, শিশু অধিকার ও সুরক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি, সামাজিক উন্নয়ন, মানবিক সাড়া প্রদান, দূর্যোগ ঝুঁকি নিরসন, জলবায়ু পরিবর্তন অভিযোজন, জনগোষ্ঠীর বৈচিত্র্যতা এবং অন্তর্ভুক্তিকরণ।’


আরো সংবাদ



premium cement