২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সৈয়দপুর পৌরসভার ১৩৮ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকার বাজেট ঘোষণা

সৈয়দপুর পৌরসভার ১৩৮ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকার বাজেট ঘোষণা - নয়া দিগন্ত

নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার নবম পরিষদের শেষ বাজেট পেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার অধিবেশন কক্ষে ১৩৮ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৩৭৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অধ্যক্ষ মো, আমজাদ হোসেন সরকার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মো, জিয়াউল হক, প্যানেল মেয়র-২ শাহিন আখতার শাহিনসহ কাউন্সিলরবৃন্ধ।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাধারণ সম্পাদক এম এ করিম মিস্টার, সাপ্তাহিক নীলফামারী চিত্র সম্পাদক হাজী মোকসেদুল আলম, কামারপুকুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পৌরসবার ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলীসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২২ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ২৭৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ ৩১১১ টাকা। উন্নয়ন খাতে আয় ১১৩ কোটি ০৯ লাখ ৭০ হাজার ২৬৮ টাকা। যা সম্পূর্ণভাবে বিভিন্ন উন্নয়ন কল্পে ব্যয় করা হবে বলে জানান পৌর মেয়র।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো আধুনিক পৌর সুপার মার্কেট নির্মাণ, সুইপার কলোনী ও শিশু পার্ক, স্টাফ কোয়ার্টার, অফিস ভবন, ব্যাকবোন ড্রেন নির্মাণ। এগুলো চলমান রয়েছে। সে সাথে পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ। যার প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রায় ২২ টি বৃহৎ প্রকল্প ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাজেট অনুষ্ঠানটি ক্যাবল টিভি নেটওয়ার্কে সরাসরি প্রচার করা হয়। বাজেট পেশ শেষে মোবাইল ফোনে পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র। এরপর ২০১৯ সলের পৌরবৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত উত্তীর্ণ ৯০ মেধাবীর মধ্যে সরকারি প্রাথমিক, কিন্ডারগার্টেন ও জুনিয়র বিভাগে প্রথমস্থান অধিকারী ৩ শিক্ষার্থী ও তার বাবা-মা কে পুরস্কৃত করা হয়। তাদের হাতে ১০ হাজার করে টাকার চেক তুলে দেন তিনি।


আরো সংবাদ



premium cement
‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক

সকল