বগুড়ায় প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুলাই ২০২৪, ২৩:২১
বগুড়ার নন্দীগ্রামে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের দুজন যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের টেংরামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া উত্তরপাড়ার মরহুম আব্দুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৫০) ও একই এলাকার প্রতিবেশী মরহুম শামছুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার অভিযান চালায়।
পুলিশ জানায়, সাদেকুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একই এলাকার আশরাফুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী বলেন, সড়ক দুর্ঘনায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা