বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ১৮:৩২
বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জের ধরে সুফিয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম।
তিনি শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গড়েরবাড়ী গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, লিটন পেশায় চাতাল শ্রমিক। পারিবারিক কলহ প্রায় লেগেই থাকত তাদের মধ্যে। গত বুধবার সকালে লিটন তার স্ত্রী সুফিয়া বেগমকে পারিবারিক কলহের জের ধরে মারধর করে চাতালে চলে যায়। পরে দুপুরে এসে আবারো স্ত্রী সুফিয়া বেগমকে মারধর করে স্বামী লিটন চাতালে চলে যায়। এতে সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে ৯টার দিকে মারা যায়।
ছেলে সুবর (১৪) জানান, বাবা-মাকে মারধর করে চাতালে চলে যায়। এরপর মা প্রতিবেশীদের বাড়ি থেকে গ্যাসট্যাবলেট নিয়ে খায়। পরে অসুস্থ হলে আমরা হাসপাতালে নেই। হাসপাতালে নেয়ার সময় মা বলছিল আমি গ্যাসট্যাবলেট খেয়েছি আমাকে আর বাঁচাতে পারবে না।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা