পুঠিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী নিহত
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ০২ জুলাই ২০২৪, ১৭:৩৮
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল নাসিম আলী (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে।
মঙ্গলবার (২ জুলাই) পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম ধোকড়াকুল এলাকার আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন জানান, নাসিমের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। তিনি মোটরসাইকেলে করে দোকানে আসার সময় ধোকড়াকড়াকুল বাজারে এলে তাহেরপুরের দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
ভালুকগাছি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ধোকড়াকুল বাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাসিম নিহত হয়েছে বলে জানান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এলাকার লোকজন ট্রাক ও তার ড্রাইভারকে আটক করেছে। নাসিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা