১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঈদের দিন স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা

বড়াইগ্রামে দোষীদের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

বড়াইগ্রামে স্কুল শিক্ষককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বনপাড়া পৌর গেটের সামনে নাটোর-খুলনা মহাসড়কের পাশে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি মাদরাসায় একযোগে কর্মবিরতি দিয়ে সহস্রাধিক শিক্ষক-কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় আরো বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শামসুর রহমান শাহীনের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক, জেলা পরিষদ সদস্য শাহ আলম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন ও বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ।

পরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের হাতে দোষীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে স্মারকলিপি দেন।

এ সময় বক্তারা বলেন, উপজেলার মশিন্দা গ্রামে দেড় বছর আগের একটি হত্যাকাণ্ডের জেরে ঈদের দিন বাদী পক্ষ আসামি পক্ষের জামিনে থাকা লোকজনের ওপর হামলা করে। এ সময় তাদেরকে থামানোর চেষ্টা করলে হামলাকারীরা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহাত আলমগীর হালিমকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষকের ওপর হামলায় জড়িত সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে তারা হুশিয়ারি দেন।


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল